Aryan Khan: মাদককাণ্ডে গ্রেফতার আরও ৫, আরিয়ানদের কাছ থেকে কী উদ্ধার NCB-র?

Sun, 03 Oct 2021-11:27 pm,

মাদক মামলায় সোমবার পর্যন্ত শাহরুখ পুত্র আরিয়ান খানকে হেফাজতে রাখবে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। গোয়াগামী বিলাসবহুল ক্রুজে হানা দিয়ে সেখানকার এক রেভ পার্টি থেকে আরিয়ান-সহ ৮ জনকে আটক করে এনসিবি।

রবিবার দুপুরে আরিয়ান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকে গ্রেফতার করা হলেও পরে তার ৫ সঙ্গীকেও গ্রেফতার করেন এনসিবি। এরা হল নরপুর সাতিজা, ইশমিত সিং চাড্ডা, মোহক জয়সওয়াল, গোমিত চোপরা ও বিক্রান্ত ছোকার।

অভিযুক্তদের বিরুদ্ধে মাদক আইনের ৮সি, ২০বি, ২৭, ২৮ ও ২৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এনসিবি সূত্রে খবর, আরিয়ান ও তার সঙ্গীদের কাছ থেকে দেড় লাখ টাকা, ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ ট্যাবলেট ও ৫ গ্রাম এমডি পাওয়া গিয়েছে।

আরিয়ানের পক্ষে আজ সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী, সতীশ মানসিন্ডে। আদালতে তিনি সওয়াল করেন, অভিযুক্তদের চ্যাট মেসেজের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে আরিয়ানকে। ক্রুজে চড়ার জন্য তার কাছে কোনও টিকিট ছিল না, কোনও কোবিন বা সিট বুক করা ছিল না। আরিয়ান ওই ক্রুজে গিয়েছিল আমন্ত্রিত হয়। তাই তাকে জামিন দেওয়া হোক। মানশিন্ডের ওই সওয়ালের পর আরিয়ানকে একদিন এনসিবি হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link