বুধসন্ধ্যায় গজকেশরী রাজযোগ! বিপুল সুখসৌভাগ্য ঝরবে এই রাশির মাথায়...

Soumitra Sen Wed, 17 May 2023-2:51 pm,

আজ, ১৭ মে সন্ধে সাতটা চল্লিশ মিনিটে চাঁদ মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে। গুরু গ্রহ বৃহস্পতি ও চন্দ্রের কারণে তৈরি হয়েছে এই 'গজকেশরী রাজযোগ’। এই যোগ খুব শুভ। জেনে নিন কাদের পক্ষে দারুণ শুভ।

মেষ-- এই রাশির ব্যক্তিদের দারুণ শুভ সময় চলবে। এঁরা যা চাইবেন তাই ঘটবে। আর্থিক দিক খুব ভালো হবে। যে কোনও কাজে সাফল্য মিলবে। আটকে থাকা সমস্ত কাজ হয়ে যাবে। যাঁরা ব্যবসায় যুক্ত তাঁদেরও আর্থিক দিকে খুব লাভ হবে। যাঁরা চাকরিজীবী তাঁদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

 

মিথুন-- এই রাশির জাতক-জাতিকাদেরও দারুণ শুভ সময় এটা। সকল কাজে লাভের সম্ভাবনা। সব কাজেই সফলতা। ব্যবসায়ে সাফল্য মিলবে। চাকরিক্ষেত্রে সুখবর আসতে পারে। নিজস্ব লেখালেখি বা গণমাধ্যমে লেখালেখি করে এঁরা নানা সাফল্যের মুখোমুখি হবেন। পরিবারের সকল সদস্যের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আর্থিক দিকেও সাফল্য মিলবে। 

 

তুলা-- এই রাশির ব্যক্তিদের উপরও গজকেশরী রাজযোগের দারুণ শুভ প্রভাব পড়বে। এঁরা সমস্ত কাজে এগিয়ে যেতে পারবেন। এবং প্রা্য় সব কাজেই সাফল্য পাবেন। এঁদের ভ্রমণযোগ থাকছে। দীর্ঘদিন ধরে আটকে পড়ে থাকা কোনও কাজ এবার হয়ে যাবে। তবে বাবা-মায়ের শরীরের যত্ন নিতে হবে। এসময় এঁদের আর্থিক লাভের যোগও থাকছে। ব্যবসায়ীদের পক্ষে ভালো।

আসলে এই যোগের নামের মধ্যেই লুকিয়ে আছে এর বৈশিষ্ট্য। 'গজ'-- হাতি, যে বুদ্ধি ও জ্ঞানের প্রতীক। আর 'কেশরী'-- হল সিংহ। সিংহ সাহস ও শক্তির প্রতীক। 

 

অর্থাৎ, যাঁরা এই যোগের আশীর্বাদ পান তাঁরা এই গুণাগুণের অংশে গৌরবান্বিত হন। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link