ইরান-মার্কিন সংঘাতের প্রভাব! টানা ৪ দিন বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের সম্ভাবনা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে অপরিশোধিত তেলের দাম। ফলে টানা চারদিন ধরে বেড়ে চলেছে তেলের দাম।
ইন্ডিয়ান অয়েক র্পোরেশনের তথ্য অনুযায়ী রবিবার পেট্রোলের দাম বেড়েছে ৯ পয়সা প্রতি লিটার ও ডিজেলের দাম বেড়েছে ১১ পয়সা প্রতি লিটার। ফলে রবিবার দিল্লিতে পেট্রোলের দাম হল লিটার প্রতি ৭৫.৪৫ টাকা ও ডিজেলের দাম ৬৮.৪০ টাকা প্রতি লিটার।
রবিবার কলকাতায় লিটারপিছু ডিজেলের দাম হল ৭০.৮৭ টাকা প্রতি লিটার ও পেট্রোলের দাম হল ৭৮.১৩ টাকা প্রতি লিটার।
গত ২ জানুয়ারি থেকে টানা বেড়ে চলেছে জ্বালানীর দাম। ২ জানুয়ারির পর থেকে এখনও পর্যন্ত পেট্রোলের দাম বাড়ল ৩৮ পয়সা প্রতি লিটার ও ডিজেলের দাম বাড়ল ৫৫ পয়সা প্রতি লিটার।
উল্লেখ্য, পেট্রোল ও ডিজেলের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলার ও টাকার বিনিময় মূল্যের ওপরে। ভারত তার তেলের ৮০ শতাংশই আমদানি করে বিদেশ থেকে। এক্ষেত্রে ইরান থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে ভারত। এদিকে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তার প্রভাব তেলের দামের ওপরে পড়তে পারে মনে করছে বিশেষজ্ঞ মহল।