অসুস্থ অনুব্রত, `দাওয়াই` মেনে ভোটারদের সুস্থ রাখতে নকুলদানা ও জল-বাতাসা বিলি
নিজস্ব প্রতিবেদন : তিনি অসুস্থ, হাসপাতালে ভর্তি। তবে আসানসোল উপনির্বাচনের দিন অনুব্রত মণ্ডল উপস্থিত না থাকলেও, তাঁর দাওয়াই নকুলদানা ও বাতাসা-জল ঠিকই দেওয়া হচ্ছে।
আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের মন্ডলপুর গ্রামের ৮২-৮৩ নম্বর বুথ। সেই অবিনাশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে দেওয়া হচ্ছে এই নকুলদানা ও বাতাসা-জল।
প্রসঙ্গত, আসানসোল লোকসভা উপনির্বাচনে অনুব্রত মণ্ডলকে নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি অসুস্থ, কলকাতায় হাসপাতালে ভর্তি। নির্বাচনী ময়দান থেকে দূরে।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানাচ্ছেন, তাঁদের নেতা অনুব্রত মণ্ডল না থাকলেও, তাঁর দাওয়াই মেনেই নকুলদানা ও বাতাসা ভোটারদেরকে দেওয়া হচ্ছে।
কারণ আসানসোল শিল্পাঞ্চল এলাকায় এখন গ্রীষ্মের প্রখর দাবদাহ। তাই অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
তাই এই প্রচণ্ড গরমে "ভোটারদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ" রাখার জন্যই তাঁদের গুড় বাতাসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।