গুলিবর্ষণ করেই দশমীতে দোলা বিসর্জন রীতি পালন করে আসানসোলের রায় পরিবার
নিজস্ব প্রতিবেদন : আসানসোলের বেলরুই রায় পরিবারে দোলা বিসর্জনের সময় পুরুষদের পাশাপাশি মহিলাদেরও গুলিবর্ষণ করতে দেখা গেল।
বিগত ৩০০ বছর ধরে বেলরুই রায় পরিবারে এই দোলা বিসর্জন রীতি চলে আসছে। আর দোলা বিসর্জনের সময় রেওয়াজ হল গুলিবর্ষণ করা।
নিয়ামতপুরের রায় পরিবারের এই পুজো দেখার জন্য ভিড় জমান পার্শ্ববর্তী গ্রামের মানুষরা। বাড়ির মেয়েরাও সমানভাবে এই রেওয়াজে অংশ নেন। বন্দুক থেকে গুলি ছুঁড়তে দেখা যায় বাড়ির বাচ্চাদেরও।
রায় পরিবারের প্রায় প্রত্যেকেরই লাইসেন্সযুক্ত বন্দুক রয়েছে। এই সময় সেই বন্দুকগুলি থেকেই গুলিবর্ষণ করা হয়। দোলা বিসর্জনের পরে আবার সবাই মন্দিরে ফিরে যান।