সরকারি প্রকল্পের শৌচালয়ে গান্ধী ও অশোকচক্রের ছবি! তুমুল বিতর্ক যোগীর রাজ্যে
যোগীর রাজ্যে নয়া বিতর্ক। টয়লেটে মহাত্মা গান্ধী এবং অশোকচক্রের ছবি!
স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পে তৈরি টয়লেটের টাইলসে গান্ধীজি এবং অশোক চক্রের ছবি সাঁটা।
ঘটনাটি ঘটেছে বুলন্দশহরের ইচ্ছাওয়াড়ি গ্রামে। জানা গিয়েছে এক সপ্তাহ আগে ওই টাইলস বসানো হয়।
বিষয়টি নজরে আসতে নড়েচড়ে বসে প্রশাসন। এক আধিকারিককে সাসপেন্ড করা হয়।
জেলা পঞ্চায়েতি রাজ অফিসার অমরজিত্ সিং জানান, স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পে ইচ্ছাওয়াড়ি গ্রামে প্রায় ৫০৮টি শৌচালয় তৈরি হয়। এর মধ্যে ১৩টি শৌচলয়ে এ ধরনের টাইলস পাওয়া গিয়েছে।