এমন সৌজন্য দেখিয়ে এশিয়া কাপে মন জিতলেন ভারতীয় ক্রিকেটাররা
ভারত-আফগানিস্তান ম্যাচের পর আফগানদের প্রশংসা করেছেন ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচ চলাকালীন আফগানিস্তানের ব্যাটসম্যান নাজিবুল্লা জারদানের চোখে কিছু ঢুকে দিয়েছিল। তখন তাঁর সাহায্য করেছেন ধোনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ছবি।
আফগানিস্তান ম্যাচেই আফগান ওপেনার মহম্মদ শেহজাদের জুতোর ফিতে বাঁধতে দেখা গিয়েছে দীনেশ কার্তিককে। কার্তিকের এই ব্যবহারে আপ্লুত আফগানরা।
প্রতিদিনই সীমান্তে জঙ্গি অনু্প্রবেশে সাহায্য করছে পাকিস্তান। তবে ক্রিকেট মাঠে ভারতীয়ত্ব নজির তুলে ধরলেন যুজবেন্দ্র চহল। পাকিস্তানি ব্যাটসম্যান উসমান খানের জুতোর ফিতে বেঁধে দেন যুজবেন্দ্র।
হংকংকে ২৬ রানে মাত দিয়েছিল টিম ইন্ডিয়া। খেলা শেষের পর হংকংয়ের ড্রেসিংরুমে গিয়ে ক্রিকেটাদের সঙ্গে দেখা করেন রোহিত শর্মারা। তাঁদের ছবি তোলার আবদারও রাখেন। ভাল খেলার প্রশংসা করেন রোহিতরা।