এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের খাবার পরিবেশন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর
জার্কাতায় এশিয়ান গেমসে একের পর এক পদক জিতে দেশকে গর্বিত করছেন ক্রীড়াবিদরা। এমন সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হল দেশের ক্রীড়ামন্ত্রীর একটি ছবি।
ছবিতে দেখা যাচ্ছে, জার্কাতায় এশিয়ান গেমসে অংশগ্রহণকারীদের খাবার পরিবেশন করছেন ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর।
রাজ্যবর্ধন সিং রাঠৌরের এই ভাইরাল ছবির প্রশংসায় নেটিজেনরা। দেশের মন্ত্রী খাবার পরিবেশন করছেন, এই ছবি ভারতেই বিরল। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায়ই বলেন, 'তিনি প্রধানমন্ত্রী নন, বরং প্রধান সেবক'।
শুধু তাই নয়, ভারতীয় ক্রীড়াবিদদের মনোবল বাড়াতে দর্শকাসনেও দেখা গিয়েছে ক্রীড়ামন্ত্রীকে।
শট পুটে সোনা জেতার পর পুরস্কারপ্রদানের মঞ্চেই তেজিন্দর সিংকে অভিনন্দন জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।
চলতি বছরের জুলাইয়ে রাজ্যবর্ধন সিং রাঠৌর বলেছিলেন, কর্তৃপক্ষ নয়, ক্রীড়াবিদরাই গুরুত্বপূর্ণ।
১৯৮৪ সালের স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার নাম বদলে করা হয়েছে স্পোর্টস ইন্ডিয়া। রাজ্যবর্ধন সিং রাঠৌর বলেছিলেন, এটা শুধুই নাম পরিবর্তন নয়, ক্রীড়াবিদদের উপরে ক্ষমতার আস্ফালন করতে পারবেন না আধিকারিকরা।
২০০৪ সালে অলিম্পিকে শ্যুটিংয়ে রূপো জিতেছিলেন রাজ্যবর্ধন সিং রাঠৌর। অনেকেই তাই বলছেন, অলিম্পিকের পদকজয়ীকে ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব দেওয়া হলে অভূতপূর্ব ঘটনাই ঘটবে।