এশিয়ান গেমসে রেকর্ড ১৫টি সোনা জয় ভারতের, দেখে নিন সোনার ছেলেমেয়েদের
এশিয়ান গেমসের ১২ তম দিনে ১৫০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন জিনসন জনসন। জিনসন ৩ মিনিট ৪৪.৭২ সেকেন্ড সময় নিয়েছেন।
পুরুষদের শটপাটে সোনা জিতেছেন তেজিন্দরপাল সিং তুর।২৩ বছরের এই অ্যাথলিট ২০.৭৫ মিটার থ্রো করে জাতীয় রেকর্ড গড়েছেন। এশিয়ান গেমসেও এটি রেকর্ড।
জ্যাভলিন ছুড়ে দেশকে সোনা এনে দিয়েছেন নীরজ চোপড়া।৮৮.০৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন নীরজ।
পুরুষদের ৮০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন মনজিত্ সিং।
এশিয়ান গেমসে ৪৮ বছর বাদে ত্রিপল জাম্পে সোনা জিতলেন ভারতের অরপিন্দর সিং।
৪০০ মিটার রিলে রেসে স্বর্ণ পদক পকেটে পুরেছেন ভারতের মেয়েরা।
হেপ্টাথলনে সোনা দিতে সোনা জিতেছেন বাংলার স্বপ্না বর্মন।
১০ মিটার এয়ার পিস্তলে দেশকে সোনা এনে দিয়েছেন ১৬ বছরের সৌরভ চৌধুরী।
২৫ মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণ পদক পেয়েছেন রাহি সারনোভাট।
৬৫ কেজি বিভাগের কুস্তিতে দেশকে স্বর্ণ পদক এনে দিয়েছেন হরিয়ানার কুস্তিগীর বজরং পুনিয়া।
কুস্তিতে ৫০ কেজি বিভাগে সোনা জিতেছেন ভিনেশ ফোগাট।
ব্রিজে (তাস) সোনা জিতে বাংলার মুখ উজ্জ্ব্ল করেছেন দুই বাঙালি প্রণব বর্ধন ও শিবনাথ সরকার।
নৌকাচালনায় সোনা জিতেছেন ভারতীয় পুরুষরা।
টেনিসে পুরুষদের ডাবলসে সোনা জিতেছেন রোহন বোপান্না ও দিবিজ শরণ।
৪৯ কেজি বিভাগে বক্সিংয়ে ২০১৬ সালের অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে সোনা জিতেছেন বক্সার অমিত পঙ্ঘল।