এশিয়ান গেমসে সোনার দৌড়ে সিন্ধু, ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল সাইনাকে
# এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ফাইনালে উঠলেন পিভি সিন্ধু। প্রথম ভারতীয় হিসেবে এশিয়াডে ব্যাডমিন্টনের সিঙ্গলস ফাইনালে ওঠার নজির গড়লেন হায়দরাবাদী শাটলার।
# সেমিফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচিকে তিন সেটের লড়াইয়ে হারালেন রিও অলিম্পিকে রূপোজয়ী সিন্ধু।
# সেমিফাইনালে ইয়ামাগুচিকে ২১-১৭, ১৫-২১, ২১-১০ গেমে হারিয়ে সোনার দৌড়ে সিন্ধু।
# অল ইংল্যান্ড ওপেনে এই আকানে ইয়ামাগুচির কাছেই সেমি ফাইনালে হেরেছিলেন সিন্ধু। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে অবশ্য সিন্ধু হারান ইয়ামাগুচিকে। আবার এশিয়ান গেমসের সেমি ফাইনালে সেই জাপানি প্রতিপক্ষকেই হারালেন সিন্ধু।
# মঙ্গলবার এশিয়ান গেমসে মেয়েদের ব্যাডমিন্টন সিঙ্গলস ফাইনালে চাইনিজ তাইপের তাই-জু-ইংয়ের মুখোমুখি হবেন পিভি সিন্ধু।
# সোমবার এশিয়ান গেমসে মেয়েদের ব্যাডমিন্টন সিঙ্গলসে অন্য সেমিফাইনালে বিশ্বসেরা চাইনিজ তাইপের তাই-জু-ইং এর কাছে স্ট্রেট গেমে হারলেন সাইনা নেহওয়াল।
# মুখোমুখি লড়াইয়ে আগে ন'বার তাই-জু-ইংয়ের বিরুদ্ধে খেলতে নেমে প্রত্যেকবারই হেরেছিলেন সাইনা৷ এশিয়ান গেমসের আসরে টানা দশ নম্বর হার হজম করতে হল ভারতীয় শাটলারকে৷
# মাত্র ৩৬ মিনিটের লড়াইয়ে তাই-জু-ইংয়ের কাছে ১৭-২১, ১৪-২১ গেমে হেরে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালকে।