এশিয়ান গেমসের সপ্তম দিনে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য দেখে নিন
এশিয়ান গেমসে সপ্তম দিনের শেষে ভারতের প্রাপ্তি মোট পদক সংখ্যা ২৯। যার মধ্যে ছটি সোনা, পাঁচটি রুপো এবং আঠেরোটি ব্রোঞ্জ।
স্কোয়াশে কড়া টক্করে প্রতিপক্ষকে হারিয়ে রূপো জিতলেন সৌরভ ঘোষাল।
স্কোয়াশে রৌপ্য পদক পেলেন জোত্স্না চিনাপ্পা।
স্কোয়াশে রূপো জিতলেন দীপিকা পাল্লিকেল।
২১-১২, ২১-১৫ ফলাফলে ম্যাচ জিতে কোয়াটার ফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু।
ইন্দোনেশিয়ার ফিত্রিয়ানিকে ২১-৬, ২১-১৪ ফলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন সাইনা নেহওয়াল।
ভারতের জন্য সাত নম্বর সোনার পদক এনে দিলেন তেজিন্দর পাল সিং। এই পাঞ্জাবি অ্যাথলিট শট পাটে দেশকে সোনা এনে দিলেন। শুধু সোনা এনে দিলেন বললে পুরোটা বলা হবে না। তেজিন্দর এশিয়ান গেমসে রেকর্ড করলেন। ২০.৭৫ মিটার ছুঁড়ে রেকর্ড এশিয়ান গেমসে গড়লেন এই ভারতীয় অ্যাথলিট।
দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কোরিয়ার জুটির কাছে হেরে এশিয়ান গেমসে বিদায় জানিয়েছে ভারতের রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি।
কোয়ার্টার ফাইনালে মহিলাদের বিভাগে চাইনিজ-তাইপেইয়ের কাছে দুই-ছয় ফলে হেরে গিয়ে টুর্নামেন্টকে বিদায় জানিয়েছেন মহিলা তিরন্দাজরা।