Telegram App: একই অ্যাপের মাধ্যমে নিখরচায় সিনেমা দেখা থেকে চ্যাট করা উপভোগ করুন

Tue, 31 Aug 2021-4:20 pm,

নিজস্ব প্রতিবেদন: Facebook, Whatsapp এর জনপ্রিয়তা ভারতে প্রথম থেকেই কিন্তু এর সঙ্গে Telegram Appএর ব্যবহারও বেড়েছে। ভারতীয় বাজারে ইতিমধ্যেই Telegram Appএর গ্রাহকদের সংখ্যাও বেড়েছে। এমন অনেক ফিচার রয়েছে এই Appএ যা অন্য অ্যাপে পাওয়া যাবে না।  ব্যবহারের পদ্ধতিতে হোয়াটসঅ্যাপের সঙ্গে অনেকটাই সামঞ্জস্য রয়েছে Telegram Appএর। প্রাইভেসি পলিসির কারণে দীর্ঘদিন গ্রাহকদের বিরাগভাজন হয়েছে WhatsApp-এ। তারই মাঝে ভারতীয় বাজারে নিজেদের রাজত্ব বিস্তার করেছে টেলিগ্রাম অ্যাপ।

 

 

টেলিগ্রাম অ্যাপের সাহায্যে সহজেই সিনেমা ডাউনলোড করা যাবে।  ডিজিটাল প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব করার ঝক্কি না করে, অনেক কম সময়েই সিনেমা ডাউনলোড করা যাবে। টাকাও অনেকটা বেঁচে যাবে।  শুধুমাত্র প্রয়েজন স্মার্টফোনের। জেনে নিন, কীভাবে এই অ্যাপ থেকে নতুন-পুরনো, হিন্দি, ইংরাজি, বাংলা-সহ নানা ভাষার ছবি কিংবা ওয়েব সিরিজ ডাউনলোড করা যাবে। 

স্মার্টফোনে না থাকলেও গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ডাউনলোড করতে হবে টেলিগ্রাম অ্যাপটি।

ফোন নম্বর ও নাম দিয়ে অ্যাপটি চালু করতে হবে। 

চ্যাটের হোম পেজের ডানদিকে উপরে একটি সার্চ বাটনে ক্লিক করতে হবে।

এরপর যে সিনেমা কিংবা ওয়েব সিরিজটি ডাউনলোড করতে চান, সেখানে টাইপ করতে হবে।

আপনার স্ক্রিনে ভেসে উঠবে সেই সিনেমার ছবি। একাধিক অপশনও দেখাতে পারে।   

অশপন বেছে ক্লিক করলেই দেখতে পাওয়া যায়, ডাউনলোডের লিংক দেখাবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link