কোভিড-১৯ চিকিৎসায় ওষুধ হিসেবে প্রয়োজন Aspirin? কী বলছে গবেষণা
নিজস্ব প্রতিবেদন: পেইন কিলার অ্যাসপিরিন কোভিড-১৯ এর হাত থেকে বাঁচাতে পারে। এমনই সম্ভাব্য তথ্য নিয়েই চলছে গবেষণা। ব্রিটেনের গবেষক দলের গবেষণা ইতিমধ্যে মধ্যগগনে, কোভিড -১৯ রোগীর উপর ব্যবহার করে দেখা হবে। বিরাট আকারে চলবে সেই ট্রায়াল। দেখা গিয়েছে, করোনায় আক্রান্ত হলে রক্ত জমাট বাধার যে সম্ভাবনা থাকে তা অনেকাংশে নির্মূল করতে পারবে অ্যাসপিরিন।
COVID-19-এর বিভিন্ন সম্ভাব্য চিকিৎসার সন্ধান করতে একাধিক পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। এক্ষেত্রে বিজ্ঞানীরা বলেছেন যে এই রোগে অ্যাসপিরিন ড্রাগটি রাখা যেতে পারে।
এই গবেষণার সহ-প্রধান পিটার হরবি বলেন, "এটি বিশ্বাসের পক্ষে এবং অ্যাসপিরিন উপকারি হতে পারে এবং এটি নিরাপদ, সস্তা, ব্যাপকভাবে উপলব্ধ।
হাইপার-রিঅ্যাকটিভ প্লেটলেটগুলির কারণে রক্তের জমাট বাঁধার ঝুঁকি থাকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর। শুক্রবার গবেষকের দল তাদের ওয়েবসাইট জানিয়েছে, অ্যাসপিরিন একটি অ্যান্টিপ্লেটলেট এজেন্ট এবং জমাট বাঁধার ঝুঁকি হ্রাস করতে পারে।
কমপক্ষে ২ হাজার রোগীকে দেওয়া হবে অ্যাসপিরিন। দিনে ১৫০ মিলিগ্রাম অ্যাসপিরিন খেলে রক্ত জমাট বাঁধবে না বলেই মনে করছে গবেষকের দল।