অসমের অশ্রু মিশেছে বন্যার জলে, মৃত ৩০-এরও বেশি, জলে ১৫ লক্ষ মানুষ
ক্রমেই অবনতি হচ্ছে অসমের বন্যা পরিস্থিতির। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে। বন্যায় আক্রান্ত প্রায ১৫ লক্ষ মানুষ ।
রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ২৫টি জেলার অবস্থা শোচনীয়। জলের তলায় রয়েছে কোকড়াঝোড়, গোয়ালপাড়া, তেজপুর, ধুবরি, কামরূপ সহ ১৩টি জেলা ।
রাজ্য জুড়ে ২১৯৭টি গ্রাম জলের তলায়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বারপেটা জেলা। এই জেলায় বন্যার জলে আটকে আছে প্রায় ৬ লক্ষ মালুষ। এরপর দক্ষিণ সালমারায় প্রায় ২ লক্ষ এবং গোয়ালপাড়াতে ৯০ হাজার মানুষ বন্যার জলে আটকে আছে।
গত ২৪ ঘন্টায় বিভিন্ন জেলা থেকে ৪২২১ জন জলবন্দী মানুষকে উদ্ধার করা হয়েছে।
রাজ্যজুড়ে ২৬৫টি ত্রাণশিবির তৈরি করা হয়েছে।
মোট ২১টি জেলা থেকে আপাতত মোট ২৫,৪৬১ জনকে ত্রাণশিবিরে আশ্রয় দেওয়া হয়েছে ।
এখনও পর্যন্ত সরকারি হিসেব মতো ক্ষতি হয়েছে ৮৭০১৯ হেক্টর চাষের জমি।
ব্রহ্মপুত্রের জল বিপদসীমার উপর দিয়ে বইছে। যার ফলে আরও ছটি জেলা নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ।
প্লাবিত হয়েছে কাজিরাঙা অভয়ারণ্য। যার ফলে প্রাণ বাঁচাতে রাস্তায় চলে আসছে হাতি, হরিণসহ অনেক বন্যপ্রাণী।
বিভিন্ন জেলা জুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে রাস্তা, সেতুসহ অনেক পরিকাঠামো।
অসম সরকারের আশঙ্কা ,পরিস্থিতির যেভাবে অবনতি হচ্ছে তাতে জাতীয় সড়কের যদি বড় ক্ষতি হয় তাহলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আরও সমস্যা বাড়বে। সূত্রের খবর সরোজমিনে বন্য পরিস্থিতি খতিয়ে দেখার জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছে অসম সরকার।