কংগ্রেসের প্রত্যাবর্তন? পাঁচটি রাজ্যেই এগিয়ে গেল রাহুল গান্ধীর দল

Tue, 11 Dec 2018-9:07 am,

নিজস্ব প্রতিবেদন: বুথফেরত সমীক্ষার আভাস মিলিয়ে প্রাথমিক ভোটগণনায় এগিয়ে গেল কংগ্রেস। মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থান- তিনটি রাজ্যেই এগিয়ে গেল কংগ্রেস। রাজস্থানে কংগ্রেসের ক্ষমতা দখলের ইঙ্গিত দিয়েছিল বুথফেরত সমীক্ষা। কিন্তু বাকি দুটি রাজ্যে খানিকটা পাল্লা ভারী ছিল বিজেপির। ওই দুটি রাজ্যেও এগিয়ে গেল রাহুল গান্ধীর দল। তবে চমক আরও বাকি।  মিজোরাম ও তেলেঙ্গানাতেও এগিয়ে গেল কংগ্রেস। 

মধ্যপ্রদেশে কংগ্রেস ৬৩টি আসনে এগিয়ে, ৫৫টি আসনে এগিয়ে বিজেপি।

ছত্তীসগঢ়ে ২৬টি আসনে বিজেপি ও ৩১টি আসনে এগিয়ে কংগ্রেস। 

রাজস্থানে আবার অনেকটাই এগিয়ে রাহুল গান্ধীর দল। ৭২টি আসনে এগিয়ে গিয়েছে কংগ্রেস। ৫০টি আসনে এগিয়ে বিজেপি।

তেলেঙ্গানায় ৩৬টি আসনে এগিয়ে কংগ্রেস। ৩০টি আসনে এগিয়ে টিআরএস। মাত্র ৪টি আসনে এগিয়ে গেরুয়া শিবির। 

 

মিজোরামের ৪০টি আসনের মধ্যে ২টিতে এগিয়ে কংগ্রেস।       

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link