মোদীর জমানায় `কংগ্রেস মুক্ত` হতে চলেছে দেশের উত্তর-পূর্ব
উত্তর-পূর্ব ভারতে ২০১৬ সালে প্রথম অসম জয় করেছিল বিজেপি। এরপর একের পর এক রাজ্য জিতেছে বিজেপি। শিবরাত্রির সলতের মতো উত্তর-পূর্বে মিজোরাম ছিল কংগ্রেসের হাতে। বুথফেরত সমীক্ষা সত্যি করে সেই মিজোরাম থেকে বিদায় নিতে চলেছে কংগ্রেস।
ভোটপ্রবণতায় স্পষ্ট, মিজোরামে সরকার গঠন করতে চলেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। নির্বাচনের আগেই কংগ্রেসের বেশ কয়েকজন নেতা এমএনএফ ও বিজেপিতে যোগ দিয়েছিলেন।
মিজোরামের মুখ্যমন্ত্রী লল থনহবলা নিজেই নির্বাচন হেরে গিয়েছেন।
মিজোরামের ৪০টি আসনের মধ্যে এমএনএফ এগিয়ে ১৯টিতে। বিজেপি একটি ও অন্যান্যরা ৫টি আসনে এগিয়ে। মাত্র ৬টি আসনে এগিয়ে কংগ্রেস।
২০১৬ সালে অসম জয় করে উত্তর-পূর্বে ঢুকেছিল বিজেপি। চলতি বছরে ত্রিপুরা জয় করেছে তারা। উত্তর-পূর্বের সাতটি রাজ্যের মধ্যে চারটি রাজ্যের ক্ষমতায় বিজেপি। ত্রিপুরা, অসম, মণিপুর ও মেঘালয়ে বিজেপির শাসন।