মধ্যপ্রদেশ, রাজস্থানে নির্দল ও মায়ার ভরসায় বিজেপি-কংগ্রেস
ছত্তীসগঢ় হাতছাড়া হয়েছে। তবে মধ্যপ্রদেশ ও রাজস্থানে জোর টক্কর কংগ্রেস-বিজেপির। আপাতত যে ছবি তাতে দুই রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনও দলই।
মধ্যপ্রদেশে ১১১টি আসনে এগিয়ে বিজেপি। ১০৮টি আসনে এগিয়ে গিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশে সরকার গঠনের দাবি মায়াবতীর হাতে। তাঁর বহুজন সমাজপার্টি এগিয়ে রয়েছে ৫টি আসনে। নির্দলরা এগিয়ে ৬টি আসনে।
রাজস্থানেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কংগ্রেস। সে রাজ্যে ৭৬টি আসনে এগিয়ে ৯৮টি আসনে এগিয়ে কংগ্রেস। ৭৬টি আসনে এগিয়ে বিজেপি।
ছত্তীসগঢ়ে জনাদেশ স্পষ্ট। সে রাজ্যে ৬০টি আসনে এগিয়ে কংগ্রেস। ২৩টি আসনে এগিয়ে বিজেপি।