সবকটি বুথফেরত সমীক্ষাতেই রাজস্থানে এগিয়ে কংগ্রেস
আশঙ্কা ছিলই। রাজস্থানের বুথফেরত সমীক্ষাতেও সেই ইঙ্গিত মিলল। প্রতিটি সমীক্ষাতেই এগিয়ে কংগ্রেস।
বিজেপি ৮৫, কংগ্রেস ১০৫, বসপা ০২ ও অন্যান্য ০৭।
বিজেপি ৬৩, কংগ্রেস ১৩০, বসপা ১ ও অন্যান্য ০৬।
রিপাবলিক-জন কি বাত বিজেপি ৯৩ , কংগ্রেস ৯১, বসপা ০০ ও অন্যান্য ১৫। তবে সি ভোটার সমীক্ষায় বিজেপির থেকে অনেকখানি এগিয়ে কংগ্রেস।
বিজেপি ৮০-৯০, কংগ্রেস ১০০-১১০, বসপা ১-৩ ও অন্যান্য ৬-৮।