কংগ্রেস মুক্ত হতে চলেছে দেশের উত্তর-পূর্ব, ইঙ্গিত সমীক্ষায়
উত্তর-পূর্বে একে একে সব রাজ্য থেকে বিদায় নিয়েছে কংগ্রেস। শিবরাত্রির সলতের মতো মিজোরামেই ক্ষমতা ধরে রেখেছিল তারা। বর্তমান বিধানসভায় মিজোরামে ৩৪টি আসন রয়েছে কংগ্রেসের। তবে এবার আর ক্ষমতা ধরে রাখতে পারছে না তারা। বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ।
বলে রাখি, ২০১৬ সালে অসম জয় করে উত্তর-পূর্বে ঢুকেছিল বিজেপি। চলতি বছরে ত্রিপুরা জয় করেছে তারা। উত্তর-পূর্বের সাতটি রাজ্যের মধ্যে চারটি রাজ্যের ক্ষমতায় বিজেপি। ত্রিপুরা, অসম, মণিপুর ও মেঘালয়ে বিজেপির শাসন।
কংগ্রেস - ১৬, এমএনএফ- ১৮, জেডপিএম-০ ও অন্যান্য- ৬।
কংগ্রেস - ১৪-১৮, এমএনএফ- ১৬-২০, জেডপিএম ৩-৭ ও অন্যান্য- ০-৩।
কংগ্রেস - ৮-১২, এমএনএফ- ১৬-২২, জেডপিএম ৮-১২ ও অন্যান্য- ০।