সাতসকালেই ভোট দিলেন ভাগবত-গড়করি-সহ মহারাষ্ট্র-হরিয়ানার হেভিওয়েটরা
সকাল সাতটায় শুরু হয়েছে মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। সাতসকালেই ভোট দিয়ে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। নাগপুর সেন্ট্রাল আসনের ভোটার আরএসএস প্রধান।
মুম্বইয়ের ওরলি বিধানসভা আসনে ভোট দিলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিস কমিশনার জুলিও রিবেইরো।
আন্ধেরি পশ্চিম বিধানসভা আসনের একটি বুথে গিয়ে ভোট দিলেন প্রবীণ অভিনেত্রী শোভা খোটে।
হিসারের একটি বুথে ভোট দিলেন হরিয়ানা কংগ্রেস কমিটির প্রধান কুমারি শেলজা।
ভোট দিলেন হরিয়ানা আদমপুর বিধানসভার প্রার্থী সোনালি ফোগাট।
মুম্বইয়ে ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, রাজ্যে ২২৫ আসনে জিতবে বিজেপি-শিবসেনা জোট। মানুষ মোদীজি ও ফড়নোবিশের সঙ্গে রয়েছেন।
স্ত্রীকে সঙ্গে নিয়ে নাগপুরে ভোট দিলেন নীতীন গড়করি।
বারামতিতে ভোট দিলেন এসসিপি নেতা সুপ্রিয়া সুলে।