ইয়াসের (YAAS)মোকাবিলায় খামতি চাইছে না প্রশাসন, প্রস্তুত ভারতীয় সেনাও
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ইয়াস মোকাবিলা নিয়ে ইতিমধ্যেই তৎপর প্রশাসন। এরইমধ্যে ইয়াস (Cyclone Yaas) মোকাবিলায় পশ্চিমবঙ্গের জন্য আসরে ভারতীয় সেনা বাহিনী। ভারতীয় সেনা বাহিনী ও একটি ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্সকে প্রস্তুত করা হয়েছে। ওড়িশার জন্য ২ কলাম সেনা ও দুটি ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্স প্রস্তুত করা হয়েছে।
প্রয়োজন হলে উদ্ধার কার্যে লাগানো হতে পারে আরও সেনা। ফলে বাড়তি ফোর্স প্রস্তুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
২৬ মে ভারতীয় সেনা বাহিনীর কলাম প্রস্তুত থাকবে Yaas মোকাবিলায়। মোট ১৭টা ভারতীয় সেনা বাহিনীর কলাম প্রস্তুত পশ্চিমবাংলার জন্য।
Yaas-এর বিপর্যয় মোকাবিলা করতে নৌকা নামানো হতে পারে। INDIAN ARMY-এর কলাম পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদীয়া, হুগলি, হাওড়া,২৪ পরগনা, দক্ষিণ পরগনায় ইতিমধ্যেই রয়েছে।
Yaas মোকাবিলায় কলকাতাতে ইতিমধ্যেই ভারতীয় সেনা বাহিনীর ৯টি কলাম উপস্থিত রয়েছে, যাঁরা গাছ পড়লে তা কেটে সরাবেন অথবা ঝড়ের বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত থাকবেন।
আবহাওয়া অফিস সূত্রে খবর, ২৬ মে সকালে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলের খুব কাছে চলে আসবে ঘূর্ণিঝড় ইয়াস। ওইদিন সন্ধেয় তিন উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গে দিঘা, মন্দারমণির মধ্যবর্তী কোনও স্থানে আঘাত করতে পারে ইয়াস।