Astrology: নতুন বছরে আর্থিক শ্রীবৃদ্ধি চান? মেনে চলুন এই নিয়ম, মিলবে সমাধান
২০২২ যা গেছে, তা যাক! নতুন বছরে বরং নতুন করে ভাগ্য বদলাতে পারেন আপনিও। কঠোর পরিশ্রম, বুদ্ধি, স্ট্র্যাটেজি-এসব তো আছেই। তবে আপনি যদি দেবী লক্ষ্মী আর ধনপতি কুবেরের আশীর্বাদ একসঙ্গে পেতে চান, তার জন্য কয়েকটি নিয়ম আপনাকে মেনে চলতে হবে। প্রতিদিনের কাজের মধ্যে এই পরিবর্তন আনলে আপনার ভাগ্যচক্র বদলালেও বদলাতে পারে।
চাকরি বা ব্যবসার ক্ষেত্রে মন্দা বা ক্ষতির মুখে পড়তে হয় অনেক সময়। এর ফলে মানসিক বা আর্থিক সমস্যায় জড়িয়ে পড়েন অনেকেই। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে, প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করলে চাকরি বা ব্যবসার কর্মক্ষেত্রে নয়া দিগন্ত খুলে দিতে পারে। কর্মজীবনে সফল হতে চাইলে এই প্রতিকারটি করে দেখতে পারেন। প্রতিদিন ৩১ বার গায়ত্রী মন্ত্র জপ করা উচিত।
এছাড়াও মঙ্গলবার হনুমান জিকে একটি ছোলা নিবেদন করে পুজো দিন। এও নিয়ম মানলেও সংসারে অর্থাভাব কিছুটা কমতে পারে। এই দিনে পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে।জ্যোতিষীদের মতে, ছোলা নিবেদন করলে হনুমানজি সন্তুষ্ট হন।
বছরের শুরুতেই ঘর সাফসুতরো করে ফেলুন। জানবেন ঘর নোংরা থাকলে সেখানে নেতিবাচক প্রভাব বাড়তে থাকে। এ ছাড়া ভাঙা মূর্তিও সরিয়ে ফেলা উচিত। ঘরের স্পব কাজ শেষ করে গণেশের পুজো করুন। সিদ্ধিদাতাকে অবশ্যই লাড্ডু নিবেদন করুন এবং এই প্রসাদটি গরীবদের মধ্যে বিতরণ করুন।
হিন্দু ধর্মে তুলসীর বিশেষ গুরুত্ব রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন বছরের শুরুতেই বাড়িতে একটি তুলসী গাছ লাগান এবং প্রতিদিন এই গাছের পুজো করুন। এতে করে পরিবারে শান্তি বজায় থাকবে।