৫০০০ mAh ব্যাটারি, বাজারে এল নীল Zenfone Max pro M1

Thu, 30 Aug 2018-6:54 pm,

বাজারে Zenfone Max pro M1 এর নতুন রঙের মডেল আনল Asus। নীল রঙের এই মডেলটির সঙ্গে এখন বাজারে Zenfone Max pro M1 এর তিনটি রঙের মডেল পাওয়া ‌যাবে। ছাড়া হয়েছে এর তিনটি ভ্যারিয়েন্ট।

এখন পাওয়া ‌যাচ্ছে কালো, ধুসর ও নীল রঙের মডেল। নতুন নীল রঙের মডেলটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১৩ ও ৫ মেগাপিক্সেল দুটি রিয়ার ক্যামেরা।

পাওয়া ‌যাচ্ছে এই মডেলের তিনটি ভ্যারিয়েন্ট। ৩জিবি র‍্যাম, ৪জিবি র‍্যাম ও ৬ জিবি র‍্যামের।

৩ জিবি র‍্যামের মডেলের দাম পড়ছে ১০,৯৯৯ টাকা, ৪ জিবি র‍্যামের মডেলের দাম পড়ছে ১২,৯৯৯ টাকা ও ৬ জিবি র‍্যামের মডেলের দাম পড়বে ১৪,৯৯৯ টাকা।

এই মডেলটির সবচেয়ে বড় সুবিধা হল এর ব্যাটারি। মডেলটিতে দেওয়া হয়েছে ৫০০০ mAh ব্যাটারি।

মডেলটিতে রয়েছে ডুয়্যাল সিমের ব্যববস্থা। ৫.৯৯ ইঞ্চি এইচডি ডিসপ্লে। ৪জি ভিওএলটিই, কোয়ালকম স্নাপড্রাগন প্রসেসর, ৩২ জিবি ও ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link