Jalpaiguri Accident: আত্মীয়র শেষকৃত্য যেতে গিয়ে ভয়ংকর পরিণতি, ঘটনাস্থলেই প্রাণ গেল ৩ মহিলার
রবিবার দুপুরে জলপাইগুড়ির মালবাজারে ভয়ংকর দুর্ঘটনা। প্রবল গতিতে আসা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে পড়ল পাশের নালায়। ঘটনাস্থলেই নিহত ২ মহিলা। পরে হাসপাতালে প্রাণ হারালেন আরও এক মহিলা। -তথ্য ও ছবি-অরূপ বসাক
দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নাগ্রাকাটার ধরণিপুর চা বাগানের সামনে ১৭ নম্বর জাতীয় সড়কে। প্রবল ধাক্কায় গাড়িটির সামনের দিক দুমড়ে মুচড়ে যায়। -তথ্য ও ছবি-অরূপ বসাক
স্থানীয় ও পুলিস সূত্রে খবর, গাড়িটি আসছিল সিকিম থেকে। বীরপাড়ায় তাঁদের এক আত্মীয়র মৃত্যু হয়েছে। সেখানেই অন্তেষ্টির জিনসপত্র পৌঁছে দিতে আসছিলেন মোট ৫ জন। আচমকাই ধরণিপুর চা বাগানের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ড্রেনে পড়ে যায়। -তথ্য ও ছবি-অরূপ বসাক
ঘটনার প্রত্যক্ষদর্শী রাজেজ ভুমিজ বলেন, নাগরাকাটা ব্লকের এটি ধর্নিপুর এলাকা এটি। গাড়ি চেপে সিকিম থেকে ৫ জন আসছিলেন। গাড়িটি বেশ জোরেই চলছিল বলে মনে হচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তা থেকে বাইরে ছিটকে পড়ে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ২ জনের মৃত্য়ু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। -তথ্য ও ছবি-অরূপ বসাক
আহতদের প্রথম নাগ্রকাটা হাসপাতাল ও পরে তাদের মালবাজার হাসপাতালে ভর্তি করা হয়। পুলিস সূত্রে খবর, নিহতরা হলেন, ময়না ছেত্রী(৪৫), পবিত্রা গুরুং(৪২), সঙ্গীতা ছেত্রী(৪৩)। হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন গাড়ির চালক ভানুভক্ত যোগী(৫০) ও শচিন কার্কি। আহত ও নিহতরা একে অপরের আত্মীয়। -তথ্য ও ছবি-অরূপ বসাক