নারী-পুরুষ-শিশু-পশু, একসঙ্গে ৪০টি মমির খোঁজ মিলল মিশরে

Sun, 03 Feb 2019-12:18 pm,

এক সঙ্গে ৪০টি মমির খোঁজ মিলল মিশরে। এই মমিগুলির সময়কাল আনুমানিক খ্রীষ্টপূর্ব ৩০৫ থেকে ৩০ সাল।  ছবি- এএফপি

টলেমিয়াক যুগের ওই মমিগুলি বলে মনে করছেন মিশরের প্রত্নতত্ত্ববিদরা। ছবি- এএফপি

সে দেশের পুরাতত্ত্ব মন্ত্রকের মন্ত্রী খালেদ এল-এনানি জানিয়েছেন, ওই মমিগুলোর মধ্যে একাধিক মহিলা, শিশু এবং পশু রয়েছে। ছবি- এএফপি

প্রত্নতত্ত্ববিদ রামি রাশমি সংবাদমাধ্যমকে জানান, ৪০টি মমির খোঁজ মিলেছে। এর মধ্যে ১২ শিশু এবং ৬টি পশু রয়েছে। ছবি- এএফপি

বাকি মমিগুলি প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের বলে জানান রাশমি। গত বছর ফেব্রুয়ারি থেকে মিনিয়া গুহা খননকাজ শুরু হয়। ছবি- এএফপি

গুহার ভিতর দুটি সমাধিস্থলের খোঁজ মেলে। এর সঙ্গে আরও ৬টি ঘরের হদিস পাওয়া যায়। ছবি- এএফপি

প্যাপিরাসের টুকরো, মাটির বাসনপত্র-সহ একাধিক টলমিয়ার যুগের নিদর্শন মিলেছে। তা নিয়ে চলছে বিস্তর গবেষণা। ছবি- এএফপি

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link