নাগরিকপঞ্জির জের? অসমে ৫ বাঙালি যূুবককে গুলি করে খুন

Thu, 01 Nov 2018-11:17 pm,

দিন কয়েক আগেই অসমে শানের বাংলা গান গাওয়ায় যে বাঙালি বিদ্বেষ প্রতিফলিত হয়েছিল, তা এবার আরও ভয়ানক আকার ধারণ করল। বৃহস্পতিবার অসমের তিনসুকিয়া জেলায় ৫ যুবককে খুন করল ইউনাইটেজ লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেন্ডেন্টের জঙ্গিরা। নাগরিকপঞ্জি নিয়ে বর্তমান বিতর্কের কারণে বাঙালিদের টার্গেট করা হচ্ছে মনে করছেন অনেকে।  

 মৃতরা সকলেই বাঙালি বলে জানা গিয়েছে। তাঁদের নাম শ্যামল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবোধ বিশ্বাস ও ধনঞ্জয় নমশূদ্র।    

জানা গিয়েছে, অসমের তিনসুকিয়া জেলার সাদিয়ায় একটি দোকানে বসেছিলেন ৬ যুবক। তখনই সেনার পোশাকে সেখানে হাজির হয় কয়েকজন বন্দুকবাজ।

এরপর যুবকদের অপহরণ করে নিয়ে যাওয়া হয় ব্রহ্মপুত্র নদীর চড়ে। সেখানে তাঁদের বসিয়ে গুলি করা হয়। 

ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। গুরুতর আহত ২ জনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। পরে তাঁদের মধ্যে  আর একজনের মৃত্যু হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক। 

পুলিস ও সেনা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলেছে।  

 

ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অসম সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছছেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত ও বিদ্যুত্ প্রতিমন্ত্রী তপন কুমার।

বেছে বেছে বাঙালি যুবকদের হত্যার ঘটনায় নাগরিকপঞ্জির সঙ্গে যোগ রয়েছে বলে মনে করছেন অনেকে।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link