হরিয়ানার খনি এলাকায় আচমকা ভূমিধস, মৃত ১, ধ্বংসস্তূপে চাপা পড়ে বহু

Sat, 01 Jan 2022-2:56 pm,

বৈষ্ণোদেবী ও এসিএলের দুর্ঘটনার পর বছরের প্রথমেই হরিয়ানার খনি অঞ্চলের এক ভূমিধসে মৃত্যু হল ১ জনের।

শনিবার হরিয়ানার ভিয়ানি জেলার দাদাম খনি অঞ্চলে আচমকাই ভূমি ধসে চাপা পড়ে যায় বেশকিছু গাড়ি ও খনির যন্ত্রপাতি। চাপা পড়ে যান ১৫-২০ জন। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১ জনের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থলে হাজির হয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী জে পি দালাল ও জেলার এসপি অজিত সিং শেখাওয়াত। এখনওপর্যন্ত ধ্বংসস্তূপের মধ্যে থেকে ৩ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী মনোহল লাল খট্টর জানিয়েছেন, উদ্ধার কাজের উপরে নজর রেখে চলেছি। আহতদের চিকিত্সায় কোনও ত্রুটি হবে না। 

উদ্ধারকার্য নিয়ে মন্ত্রী জে পি দালাল বলেন, কিছু লোকের মৃত্যু হয়েছে। এখনই বলতে পারছি না ঠিক কত জনের মৃত্যু হয়েছে। চিকিত্সকদের একটি দল এসে পৌঁছেছে। তারাই আহতদের প্রাথমিক চিকিত্সা দেওয়ার চেষ্টা করছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওই এলাকায় খনির জন্য খননের অনুমতি দেয় ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যাল। পর দিন খনন শুরু হয়। তার পরই এই দুর্ঘটনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খননের জন্য বিস্ফোরণ ঘটাতেই দুর্ঘটনা ঘটে য়ায়।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link