রবীন্দ্র সরোবরের বাইরে পুলিস, আদালতের নির্দেশ উড়িয়েই ভিতরে চলছে ছট পুজো
সকাল থেকেই ছট পুজো নিয়ে উত্তপ্ত রবীন্দ্র সরোবর।
অর্ণবাংশু নিয়োগী
ইতিমধ্যেই রবীন্দ্র সরোবরে পুলিস এসেছে। ঘটনাস্থলে রয়েছেন রবীন্দ্র সরোবর থানার ওসিও। তাঁরা মানুষকে বোঝানোর চেষ্টা চালাচ্ছেন আদালতের নির্দেশের কথা। যদিও কোনও কথাই মানতে নারাজ তাঁরা। এদিকে সকাল থেকে দীর্ঘক্ষণ সরোবরের গেট খোলা থাকায় সরোবর ভিড় জমিয়েছেন ভক্তরা।
অর্ণবাংশু নিয়োগী
সকালেই উত্তেজিত মানুষজন গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে।
অর্ণবাংশু নিয়োগী
দীর্ঘদিনের রীতিনীতি বন্ধ করতে নারাজ সকলেই। এদিকে পরিবেশের কথা মাথায় রেখে সরোবরের জলে কোনওরকম দূষণ ছড়ানো যাবে না বলেই নির্দেশ আদালতের।
অর্ণবাংশু নিয়োগী
পরিবেশবিদরাও ছিলেন ঘটনাস্থলেই। তাঁরাও পরিস্থিতির সঙ্গে মোকাবিলার চেষ্টা করেন। সবমিলিয়ে সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি।অর্ণবাংশু নিয়োগী
বিকেল বাড়তেই আসতে শুরু করছেন ভক্তরা। পুজোর সরঞ্জাম নিয়ে পুজোর অপেক্ষায় কার্যত সেখানেই বসে রয়েছেন তাঁরা।
অর্ণবাংশু নিয়োগী