কেন বিয়ে করেননি অটলবিহারী বাজপেয়ী? বিয়ে এড়াতেই বা কী করেছিলেন? জানেন?
বিয়ে করেননি অটলবিহারী বাজপেয়ী। সারাজীবন অবিবাহিতই থেকে গিয়েছেন। বিয়ের 'খপ্পর' থেকে বাঁচতে কী করেছিলেন বাজপেয়ী? জানলে চমকে যাবেন।
ঘটনাটি ১৯৪০ সালের। কানপুরের ডাভ কলেজে তখন পড়াশুনো করছেন যুবক বাজপেয়ী। সেই সময় বাজপেয়ী জানতে পারলেনন, তাঁর বিবাহের জন্য সম্বন্ধ দেখছেন মা-বাবা।
এই খবর পেয়ে এতটাই চাপে পড়ে গিয়েছিলেন বাজপেয়ী যে নিজের বন্ধু গোড়েলাল ত্রিপাঠীর বাড়িতে চলে গিয়েছিলেন। সেখানে ৩ দিন ধরে নিজেকে গৃহবন্দি রেখেছিলেন তিনি।
প্রাক্তন প্রধানমন্ত্রীর বাল্যবন্ধু ত্রিপাঠীর ছেলে প্রকাশ জানিয়েছেন, তাঁর বাবা ও অটলবিহারী বাজপেয়ী একসঙ্গে আরএসএস করতেন।
প্রকাশের কথায়, ''আমার বাবাকে বাইরে থেকে দরজায় তালা দিতে নির্দেশ দিয়েছিলেন অটলজি। ক্ষিদে পেলে বা শৌচালয় যাওয়ার হলে তিনি হাঁক দিতেন''।
কেন বাজপেয়ী বিয়ে করেননি? প্রকাশ ত্রিপাঠী জানিয়েছেন, দেশের জন্য কাজ করতে চেয়েছিলেন বাজপেয়ী। তাঁর মনে হয়েছিল, বিবাহ সেই কাজে বাধা সৃষ্টি করতে পারে।
নিজের মাকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন, ''কী লাভ বিয়ে করে? বিয়ের পর স্ত্রীকে ছেড়ে চলে গেলে তাঁর মন ভাঙবে। আমি এটা করতে পারনি''।
১৬ অগস্ট বিকেল ৫.০৫ মিনিটে প্রয়াত হন অটল বিহারী বাজপেয়ী। শনিবার রাষ্ট্রীয় স্মৃতি স্থলে হয় তাঁর শেষকৃত্য।