বঙ্গ বিজেপিতে ব্রাত্য হয়ে গেলেন অটল!
অঞ্জন রায়: মোদী আছেন। অমিত শাহ-দিলীপ ঘোষও আছেন। কিন্তু কলকাতায় বিজেপির পার্টি অফিসের ফ্লেক্স থেকে বাদ পড়েছেন খোদ অটলবিহারী বাজপেয়ী!
এতে যারপরনাই বিড়ম্বনায় রাজ্য বিজেপি। অস্বস্তি চাপা দিতে তড়িঘড়ি বিকল্প ব্যবস্থা করেন নেতাকর্মীরা।
তিনিই বিজেপির প্রাণপুরুষ। দলের পিতামহ ভীষ্ম। অটলবিহারী বাজপেয়ীর প্রয়ানে যখন দেশজুড়ে শোকের ছায়া, কলকাতার বিজেপি সদর দফতর অবশ্য তখনও অটলহীন!
পার্টি অফিসের প্রধান ফ্লেক্সে মোদী তো আছেনই। অমিত শাহ, দিলীপ ঘোষও আছেন। তবে ফ্লেক্সে জায়গা পাননি অটলবিহারী বাজপেয়ী।
অটলহীন-ফ্লেক্সে মহা বিড়ম্বনায় বঙ্গের গেরুয়া ব্রিগেড। গোলমাল ধামাচাপা দিতে আজ সকালে তাই চটজলদি একটা বিকল্প ব্যবস্থাও করে ফেলেছেন নেতা কর্মীরা।
দলীয় ফ্লেক্সের ঠিক সামনেই বসানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর একটি ছবি। ফুলে-ধূপে সেজেছে বেদী। তবে তাতে অবশ্য বিড়ম্বনা এড়ানো যায়নি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ''বিষয়টি নজরে এসেছে। ভেবে দেখব''।