WATCH | KL Rahul: শেষ ৭ ইনিংসে ৯৫! মহাকালেশ্বরের শরণাপন্ন সস্ত্রীক রাহুল! শিবের চরণে ঠেকালেন মাথা

Subhapam Saha Mon, 27 Feb 2023-4:15 pm,

গত ২৩ জানুয়ারি বলিউড আর বাইশ গজের ফের মেলবন্ধন দেখা গিয়েছিল। সাত পাকে বাঁধা পড়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার কেএল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেট্টি। সুনীল শেট্টির খান্ডালা ফার্মহাউজে পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন রাহুল-আথিয়া । ক্রিকেট থেকে সাময়িক ব্রেক নিয়ে শুভকাজটা সেরে ফেলেছিলেন তাঁরা। বিয়ের এক মাস পর এবার শিবের দরবারে মাথা ঠেকালেন ক্রিকেটার-অভিনেত্রী।

 

স্ত্রী আথিয়া শেট্টিকে নিয়ে শিবশক্তির আরাধনা করলেন কেএল রাহুল। উজ্জয়িনীর মহাকাল মন্দিরে গিয়ে পুজো দিলেন তাঁরা। দেবাদিদেব মহাদেবের পূজিত হন দেশের অত্যন্ত জাগ্রত এই মন্দিরে। রাহুল-আথিয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

 

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে রোহিত শর্মারা ২-০ এগিয়ে। দুরন্ত ছন্দে থাকা ভারতীয় দলের মাথাব্যথার একমাত্র কারণ একজনই। তিনি কেএল রাহুল (KL Rahul)। দলের স্টার ওপেনার শুধু নাগপুর বা দিল্লিতেই ওপেন করতে নেমে ব্যর্থ হননি। পরিসংখ্যান বলছে বিগত সাত ইনিংসে রাহুলের মোট রান ৯৫। ইন্দোরে রানে ফিরতে মরিয়া রাহুল। পয়লা মার্চ থেকে শুরু তৃতীয় টেস্ট। দেখার শিবের আশীর্বাদ নিয়ে রাহুল মাঠে তাণ্ডব দেখাতে পারেন কিনা!

 

টিম ম্য়ানেজমেন্ট যদিও সাফ বলে দিয়েছে যে, এরপরেও রাহুলের ওপরেই আস্থা থাকবে। তিনি থাকছেন। তবে রাহুলকে নিয়ে বড় বার্তা দিলেন ভারতের প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ জানিয়েছেন যে, ব্যর্থ হলে সমালোচনা হবেই। তবে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক আশাবাদী যে, রাহুল ফর্মেই ফিরবেন।

 

অন্যদিকে রাহুলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী সাফ বলে দিয়েছেন যে, ফর্মে না থাকা কোনও ক্রিকেটারকে বয়ে বেড়ানোর কোনও প্রয়োজন নেই। তিনি সাফ বুঝিয়ে দিয়েছেন যে, রাহুলকে বাদ দিয়েই হোক দল। শাস্ত্রী ভীষণ ভাবে রাহুলের বদলে শুভমান গিলকে খেলানোয় বিশ্বাসী। যাবতীয় সমালোচনাকে পিছনে ঠেলে শিবের আশীর্বাদ নিয়ে, রাহুল এবার চান নিজের নামের সুবিচার করতে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link