Pritam Kotal Wedding: বিয়ের পিঁড়িতে মেরিনার্স অধিনায়ক, স্পেশ্যাল ইনিংস শুরু করলেন প্রীতম
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের পিঁড়িতে মেরিনার্স অধিনায়ক প্রীতম কোটাল। জীবনের স্পেশ্যাল ইনিংস শুরু করলেন উত্তরপাড়ার ছেলে
গত ১০ এপ্রিল ফেসবুকে প্রি-ওয়েডিংয়ের শ্যুটের ভিডিয়ো পোস্ট করে, সুখবরটা জানিয়ে দিয়েছিলেন প্রীতম কোটাল। আর তার ঠিক সাতদিন পরেই বিয়ের পিঁড়িতে বসে পড়লেন প্রীতম। শুরু করলেন জীবনের নতুন ইনিংস। (ছবি-প্রীতমের ফেসবুক থেকে)
প্রীতম দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন তাঁর বান্ধবী সোনেলা পালের সঙ্গে। সোম সন্ধ্যায় প্রীতম তাঁর গলাতেই দিলেন মালা। বন্ধুতাকে দিলেন নতুন এক সংজ্ঞা। (ছবি-সোনেলার ফেসবুক থেকে)
এটিকে মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করিয়ে, মাঠেই সোনেলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রীতম। এবার সেই কথাই রাখলেন তিনি। (ছবি-সোনেলার ফেসবুক থেকে)
এদিন হাওড়ার বালি জেটিয়া বাড়িতে বিয়ের অনুষ্ঠান ঘিরে ছিল সাজো সাজো রব। বন্ধুবান্ধব ও আত্মীয়দের পাশে নিয়ে প্রীতম করলেন নতুন পথচলা।