সুজন চক্রবর্তীর উপর হামলা, বামেদের জেল ভরো ঘিরে ধুন্ধুমার শহর থেকে জেলা
বামেদের জেল ভরো ঘিরে ধুন্ধুমার শহর থেকে জেলা।
কৃষক আত্মহত্যা সহ একাধিক ইস্যুতে এদিন জেল ভরো কর্মসূচির ডাক দেয় সারা ভারত কৃষকসভা।
সেই মিছিলেই সুজন চক্রবর্তীর উপর হামলার অভিযোগ উঠল ফলতা দোস্তিপুরে।
অভিযোগ, পুলিসের সামনেই হামলা চলানো হয়। বোমাবাজি হয়। গুলি চলে।
পুলিসকে ধোঁকা দিয়ে রাজভবনের গেটেও লাল ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখান একদল বাম কর্মী-সমর্থক।
রাজভবনের গেটে বিক্ষোভ দেখানোর ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে।
জেলায় জেলায় পালিত হয় জেল ভরো কর্মসূচি।
জেল ভরো আন্দোলনের জেরে এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় বর্ধমানে।
জেলাশাসকের দপ্তরের সামনে আন্দোলনকারীরা পুলিশি ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ। দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়।
আসানসোলে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন বাম কর্মীরা। বাধা দেয় পুলিশ। উত্তেজনা ছড়ায়।
বারাসতে জেল ভরো আন্দলনে গ্রেফতার করা হচ্ছে বাম কর্মী-সমর্থকদের।
জলপাইগুড়িতেও প্রতিবাদ কর্মসূচি পালন করেন বামেরা।