August Sky: অবিশ্বাস্য আগস্ট! মাস জুড়ে মহাজাগতিক মহাবিস্ময় আকাশে! রয়েছে ১৯০ বছরে মাত্র ১ বার ঘটে এমন বিরল...

Soumitra Sen Thu, 01 Aug 2024-11:55 am,

১১ এবং ১২ আগস্ট রাতের আকাশে তাকালে লাগাতার উল্কা বৃষ্টি দেখা যাবে। (তথ্য: অয়ন ঘোষাল)

১৪ আগস্ট রাতে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহ দুটিকে একেবারে কাছাকাছি বা 'ওভারল্যাপিং' অবস্থায় দেখা যাবে। (তথ্য: অয়ন ঘোষাল)

১৮ আগস্ট 'লার্জ প্ল্যানেটারি প্যারেড' হবে আকাশে। অর্থাৎ, প্রায় একই সারিতে পরপর দৃশ্যমান হবে বুধ মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন গ্রহ। এই ঘটনা ১৯০ বছরে মাত্র ১ বার ঘটে। (তথ্য: অয়ন ঘোষাল)

১৯ আগস্ট। 'সুপার মুন ডে'। অর্থাৎ, সেদিন চাঁদ পৃথিবীর সব থেকে কাছাকাছি আসবে। রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত একটানা সুপার মুন দৃশ্যমান হবে আকাশে। (তথ্য: অয়ন ঘোষাল)

২১ আগস্ট ঘটবে 'লুনার অকালটেশন'। অর্থাৎ সেদিন শনি গ্রহকে ঢেকে দেবে চাঁদ। প্রায় আড়াই ঘণ্টার জন্য। ৩৭৩ দিনে যা একবার ঘটে। (তথ্য: অয়ন ঘোষাল)

২৭ আগস্ট চাঁদ এবং বৃহস্পতি গ্রহকে একেবারে কাছাকছি চলে আসতে দেখা যাবে। এই ঘটনা ঘটে ৩৯৮ দিন অন্তর। অর্থাৎ, গোটা মাস জুড়েই একের পর এক মহাজাগতিক ভেলকি। তবে সবটাই নির্ভর করছে মেঘমুক্ত আকাশ অর্থাৎ দৃশ্যমানতার উপরে। প্রসঙ্গত, ২৩ আগস্ট দিনটিকে 'ন্যাশনাল স্পেস ডে' ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। (তথ্য: অয়ন ঘোষাল)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link