Australia Squad For India ODI Series: তিন মহাতারকাকে নিয়েই আগুনে স্কোয়াড অস্ট্রেলিয়ার! দেখে নিন ১৬ সদস্যদের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী পয়লা মার্চ থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ৯ মার্চ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। ইতিমধ্যেই চার ম্যাচের টেস্ট সিরিজ ভারত ২-০ জিতে ট্রফি ধরে রেখেছে ভারত। টেস্ট সিরিজ শেষ হলেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। গ্লেন ম্য়াক্সওয়েল ও মিচেল মার্শকে নিয়ে ১৬ সদস্যের আগুনে স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া। দেখে নিন কেমন হল দল
প্যাট কামিন্স আর বিশ্বের এক নম্বর টেস্ট বোলার নন। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ও বিশ্ববন্দিত জোরে বোলার দীর্ঘ চার বছর সিংহাসনে ছিলেন। বুধবার তাঁকে গদিচ্যুত করলেন আরেক কিংবদন্তি পেসার। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর জোরে বোলারের নাম জেমস অ্যান্ডারসন। দিল্লি টেস্টের পরেই দেশে ফেরেন কামিন্স। পরিবারের এক সদস্য অসুস্থ হওয়ায় দেশে ফেরেন তিনি। যদিও তৃতীয় টেস্টের আগেই কামিন্স ভারতে ফিরে আসবেন।
সিন অ্যাবট
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দলের তারকা অলরাউন্ডার অ্যাস্টন আগার। ইন্দোর ও আহমেদাবাদ টেস্টে খেলা হচ্ছে না তাঁর। দেশে ফেরার বিমান ধরছেন এই স্পিনার। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে বিবৃতি দিয়ে। বাঁ-হাতি স্পিনার অস্ট্রেলিয়া ফিরে শেফিল্ড শিল্ড ও মার্শ কাপ খেলবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে। অস্ট্রেলিয়ার তারকা স্পিনার ন্যাথান লিয়ঁর সঙ্গে আগার জুটি বেঁধে ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে। এমনটাই ভবিষ্যদ্বাণী করেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ ড্যারেন লেহম্য়ান। যদিও কামিন্সদের কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড সেই পথে হাঁটেননি। খেলানইনি আগারকে
অ্যালেক্স ক্যারে
ক্যামেরন গ্রিন
ট্যাভিস হেড
জোশ ইঙ্গলিস
মার্নাস লাবুশানে
চোট-আঘাত সারিয়ে দীর্ঘদিন পরে দলে ফিরলেন মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল
জাই রিচার্ডসন
স্টিভ স্মিথ
মিচেল স্টার্ক চোটের জন্য টেস্ট সিরিজে খেলতে পারেননি। তবে ওয়ানডে সিরিজে তিনি ফিরছেন।
মার্কাস স্টোইনিস
চলতি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন গিয়েছেন দলের তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। চোটই হল কাল! ইন্দোর ও আহমেদাবাদ টেস্টে খেলা হচ্ছে না ওয়ার্নারের। তিনিও ধরছেন দেশে ফেরার বিমান। দিল্লি টেস্টে ব্যাট করার সময় মহম্মদ সিরাজের বাউন্সারে মাথায় আঘাত পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার। তাঁর চোট এতটাই গুরুতর ছিল যে, পরে আর ফিল্ডিং করতে নামেননি তিনি। তবে মনে করা হচ্ছে ওয়ানডে সিরিজের আগে ফিট হয়ে যাবেন ওয়ার্নার।
অ্যাডাম জাম্পা