পরের বছর নাও হতে পারে অস্ট্রেলিয়ান ওপেন!
করোনাভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে ত্রাস। চলতি বছরে স্থগিত হয়ে গিয়েছে একের পর পর এক টেনিসের টুর্নামেন্ট।
স্থগিত হয়ে গিয়েছে ফরাসি ওপেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার বাতিল হয়েছে টেনিসের ঐতিহ্যশালী টেনিস টুর্নামেন্ট উইম্বলডন।
বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেন হবে কিনা সেই নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
করোনার প্রভাবে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন ২০২১ সালে বাতিল হতে পারে বলে আশঙ্কা করছেন আয়োজকরা।
টেনিস অস্ট্রেলিয়ার প্রধান ক্রেইগ টিলো বলেছেন, "বর্তমানে যা পরিস্থিতি তাতে অস্ট্রেলিয়ান ওপেনা হওয়ার কোনও সম্ভাবনাই দেখছি না। তবে এখনই চূড়ান্ত করে কিছু বলা যাবে না।"