ICC World Cup 2019: মাঠের মধ্যে খারাপ শব্দ ব্যবহার! সতর্ক করা হল অজি বোলারকে
ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে আইসিসি-র আচরণবিধি ভাঙার জন্য সতর্ক করা হল অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকে।
মাঠের মধ্যে খারাপ শব্দ ব্যবহারের জন্য অজি স্পিনার আইসিসি-র কোড অফ কন্ডাক্টের ২.৩ ধারায় দোষী সাব্যস্ত হন৷
ওয়েস্ট ইন্ডিজের ইনিংস চলাকালীন ২৯ তম ওভারে মাঠের মধ্যে খারাপ শব্দ ব্যবহার করেন জাম্পা।
ম্যাচ রেফারি জেফ ক্রো-র কাছে নিজের দোষ কবুল করেন জাম্পা। এরপরেই তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে তাঁর ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।