মহারাজের সিংহাসনে অভিষেক, বাংলার ক্রিকেটে ফের ডালমিয়া যোগ

Wed, 05 Feb 2020-7:51 pm,

সৌরভ গাঙ্গুলির ছেড়ে যাওয়া আসনে অভিষেক হল অভিষেক ডালমিয়ার। বাংলার ক্রিকেট মসনদে বসলেন ডালমিয়া-পুত্র। সিএবি সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি। 

সৌরভ এখন বিসিসিআই প্রেসিডেন্ট। বোর্ড সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরই জল্পনা চলছিল, এবার কে হবেন সিএবি সভাপতি! অভিষেক ডালমিয়া নাকি স্নেহাশিস গাঙ্গুলি! শেষমেশ অভিষেক বাংলা ক্রিকেট সংস্থার সভাপতি হিসাবে দায়িত্ব নিলেন।

বুধবার সিএবি-র কার্যকরী কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই সর্বসম্মতভাবে সভাপতি হলেন অভিষেক। প্রয়াত জগমোহন ডালমিয়ার পুত্র সব থেকে কমবয়সী হিসাবে এই পদে দায়িত্ব পেলেন।

৩৮ বছর বয়সী অভিষেক ডালমিয়া ২০১৫ সাল থেকে সৌরভের ডেপুটি হিসাবে কাজ শুরু করেন। এর আগে ২০১২-১৩ মরশুমে আইএফএ-এর গভর্নিং বডির সদস্য হয়েছিলেন। তবে ক্রিকেটীয় সার্কিটে ছিলেন না। ব্যস্ত থাকতেন পারিবারিক ব্যবসা নিয়ে।

সৌরভের ডেপুটি হিসাবে কাজ শুরু করে প্রথম দফাতেই নজর কাড়েন তিনি। সিএবি প্রশাসক হিসাবে একের পর এক সাহসী ও প্রশংসনীয় পদক্ষেপ নিতে শুরু করেন। বঙ্গ ক্রিকেটের ভাল-মন্দ এখন তাঁরই হাতে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link