গর্বের ২৯ জুলাই! অনলাইনে মোহনবাগান দিবস পালন

Wed, 29 Jul 2020-8:53 pm,

বুধবার রাজ্যজুড়ে করোনা লকডাউন ছিল। তাই এবার অনলাইনে মোহনবাগান দিবস পালন করার সিদ্ধান্ত নেয় সবুজ-মেরুন শিবির। বিশেষ দিনে লকডাউনের বিধিনিষেধ মেনে ক্লাব প্রাঙ্গনে সভ্য সমর্থকদের না আসার জন্য অনুরোধ জানান ক্লাব কর্তারা।

সকালে ক্লাব তাঁবুতে এঅসে অমর একাদশের বেঞ্চে মাল্যদান এবং পতাকা উত্তোলন করে যান ক্লাব সচিব সৃঞ্জয় বসু।

 ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশেও এদিন মাল্যদান করেন সবুজ-মেরুন কর্তারা।

এবছর মোহনবাগান রত্ন পেলেন কিংবদন্তি হকি তারকা গুরবক্স সিং আর প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দী। প্রাক্তন ক্রিকেটারের হাতে এই সম্মান তুলে দেন দুই মোহনবাগান কর্তা সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত।

 

 এবার মোহনবাগান দিবসে প্রয়াত সচিব অঞ্জন মিত্রকে শ্রদ্ধার্ঘ দিল সবুজ-মেরুন। এবার থেকে ময়দানের সেরা ক্রীড়া প্রশাসককে অঞ্জন মিত্র পুরস্কার দেওয়া চালু করল মোহনবাগান ক্লাব। প্রথম বছরে এই সম্মান পেলেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link