Ayodhya Ram Mandir | Chandannagar Lighting: অযোধ্যার রামমন্দির সাজছে চন্দননগরের আলোয়, বাংলার শিল্পীদের ২ কোটির বরাত যোগী রাজ্যের!

Sat, 13 Jan 2024-8:20 pm,

বিধান সরকার: দীপাবলিতে চন্দননগরের আলোয় সেজেছিল অযোধ্যার পথঘাট। এবার রামমন্দির উদ্বোধনের সময়ও চন্দননগরের আলোয় সাজবে অযোধ্যা। 

 

১৫০ আলোকশিল্পী রওনা দিয়েছেন অযোধ্যার উদ্দেশে। যোগী রাজ্যে রামমন্দির উদ্বোধনে ২ কোটি টাকার বরাত পেল চন্দননগর।

 

২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ-বিদেশের বহু অতিথি সেই রামমন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন।

 

মন্দির ও মন্দির প্রবেশের গোটা রাস্তা সেজে উঠবে চন্দননগরের আলোয়। ফিরোজাদাবাদ থেকে অযোধ্যার রামমন্দির পর্যন্ত আলোর গেট লাগানো হবে। 

 

৩০০টি আলোর গেট থাকবে রামমন্দির যাওয়ার রাস্তায়। আলোর মাধ্যমে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানের ছবি ফুটিয়ে তোলা হবে। 

 

বিশেষভাবে থাকছে পদ্মফুলের আলোও। এক বছর ধরে এই আলো জ্বলবে। তার জন্য লোহার কাঠামোর উপর নতুন ধরনের LED স্ট্রিপ দিয়ে সাজানো হবে আলো। 

 

যা সহজে নষ্ট হবে না। প্রায় ২ কোটি টাকার বরাত! ২০ তারিখের মধ্যে সব কাজ শেষ করা হবে বলে জানান আলোকশিল্পীরা। 

 

কিছু আলোকসজ্জা যেমন করে নিয়ে যাওয়া হচ্ছে, তেমনই অযোধ্যায় পৌঁছে শেষ হবে বাকি কাজ। 

 

রামমন্দিরে বহু মানুষ আসবেন সেখানে চন্দননগরের আলো আলাদা করে নজর কাড়বে বলে আশাবাদী আলোকশিল্পীরা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link