মাত্র ২০০ দিনেই আয়ুষ্মান ভারত প্রকল্পে উপকৃত ২০ লক্ষ রোগী
নিজস্ব প্রতিবেদন: গরিব পরিবারদের নিখরচায় চিকিত্সার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পের সূচনার পর থেকে ২০০ দিনের মধ্যে বহু মানুষ উপকৃত হয়েছেন বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত্প্রসাদ নাড্ডা।
টুইটারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী লিখেছেন, গর্ব করে বলছি, আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনার পর ২০০ দিনের মধ্যে আমরা লক্ষ্যপূরণ করেছি। আয়ুষ্মান ভারত প্রকল্পে চিকিত্সা পেয়েছেন ২০ লক্ষ রোগী। খরচ হয়েছে ২৬০০ কোটি টাকারও বেশি।
গত স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী আয়ু্ষ্মান ভারত প্রকল্পের ঘোষণা করেছিলেন। ২৫ সেপ্টেম্বর প্রকল্পটি চালু করেন মোদী। প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশের গরিবরা যাতে উপযুক্ত চিকিত্সা পান তা নিশ্চিত করতে হবে।
আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় বিশ্বের সর্ববৃহত্ স্বাস্থ্য প্রকল্প। পরিবারপিছু ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দেওয়া হয়েছে এই প্রকল্পে। প্রায় ৫০ কোটি মানুষ সুবিধা পাবেন বলে দাবি কেন্দ্রের।
আয়ুষ্মান ভারত প্রকল্পে নগদহীন ও নথিপত্র ছাড়াই হাসপাতালের চিকিত্সার ব্যয়ভার মেটানো যাবে।