Kazakhstan Plane Crash: বীভৎস বড়দিন! কাজাকাস্তানে ভেঙে পড়ল বিমান! রানওয়ে যেন মৃত্যু-উপত্যকা...

Soumitra Sen Wed, 25 Dec 2024-3:08 pm,

আজারবাইজান এয়ারলাইন্সের এই বিমানটি বুধবার সকালে যাত্রীদের নিয়ে আজারবাইজান থেকে বিমানটি রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল।

তবে মাঝপথে বিমানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলটেরা। অনুমতিও মেলে।

অনুমতি মেলার পরে অকতাউ বিমানবন্দরে অবতরণ করতে শুরু করে এটি। আর তখনই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বিমানটি অত্যন্ত দ্রুত গতিতে এসে রানওয়েতে আছড়ে পড়ে।

আর প্রায় সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় বিমানটিতে। এতে ঠিক কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বেসরকারি সূত্রে দাবি করা হয়েছে, বিমানে ১০৫ জন যাত্রী ও ৫ জন ক্রু মেম্বার ছিলেন।

কাজাখস্তানের পরিবহণ বিভাগের তরফে অবশ্য দাবি করা হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ৫৯ জন যাত্রী ছিলেন। এখন অনেক যাত্রীই জীবিত রয়েছেন বলে জানা গিয়েছে।

বিমানটির অবস্থা ভয়ংকর। সেটি দুটুকরো হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত বিমানটির সামনের দিকের অংশে আগুনে জ্বলছে। পিছনের অংশ থেকে উদ্ধারকারীদের বেশ কয়েকজন আহত যাত্রীকে বের করে আনতে দেখা গিয়েছে। বহু যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link