রোজ ₹২২ কোটি দান করে সবচেয়ে `দয়ালু` ভারতীয় আজিম প্রেমজি
নিজস্ব প্রতিবেদন: প্রতিদিন ২২ কোটি টাকা দান করেন। বছরে দানের পরিমাণ ৭,৯০৪ কোটি। আর তাই চলতি আর্থিক বছরে পরোপকারের (philanthropy) তালিকায় শীর্ষস্থানে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোর আজিম প্রেমজি। এবছরে 'দয়ালু ভারতীয়' তিনিই।
Hurun Report India and Edelgive Foundation-র তথ্যের ভিত্তিতে এইসিএল টেকনোলজিসের শিব নাদরকে ছাড়ালেন আজিম প্রেমজি। বিগত অর্থবর্ষে ৮২৬ কোটি টাকা দিয়েছিলেন তিনি। আর্থিক বছর ২০-তে (FY20) দিয়েছেন ৭৯৫ কোটি।
বিগত অর্থবর্ষে আজিম প্রেমজি দান করেছিলেন ৪২৬ কোটি টাকা। আর্থিক বছর ২০-তে (FY20) প্রতিদিন দিয়েছেন ২২ কোটি টাকা। বছরে তা ৭৯০৪ কোটি।
ভারতে পয়লা নম্বর 'বড়লোক' মুকেশ অম্বানি দানের তালিকায় তৃতীয় স্থানে। তাঁর দানের পরিমাণ ৪৫৮ কোটি টাকা। গতবছর ছিল ৪০২ কোটি।
কোভিড পরিস্থিতিতে বিভিন্ন কর্পোরেট সংস্থা এগিয়ে এসেছে। ১৫০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে টাটা সন্স। অম্বানি ৫১০ কোটি। আজিম প্রেমজি ১,১২৫ কোটি টাকা। পিএম কেয়ারস ফান্ডে অম্বানিরা ৫০০ কোটি, আদিত্য বিড়লা গ্রুপ ৪১০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।