Azmeri Haque Badhon: ৯ বছর আগে বিবাহ-বিচ্ছেদ, মনের মতো জীবনসঙ্গী খুঁজছেন বাঁধন!

Soumita Mukherjee Tue, 19 Dec 2023-8:55 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি বিশাল ভরদ্বাজের খুফিয়া ছবিতে নজর কেড়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

 

 

বাংলাদেশের মতোই অভিনয় দক্ষতায় তিনি নিজের জায়গা গড়ছেন টলিউডে ও বলিউডে।

 

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে কান চলচ্চিত্র উৎসবে পা রেখেছিলেন বাঁধন।

 

সৃজিত মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ দিয়ে টলিউডে পা রাখেন তিনি।

 

সম্প্রতি ‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তাঁর। গত ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বিশাল ভরদ্বাজ নির্মিত এই সিনেমাটি।

 

সম্প্রতি বাংলাদেশের এক সংবাদমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু কথা শেয়ার করেন অভিনেত্রী।

 

সংবাদমাধ্যমে বাঁধন বলেন, আমি বিয়ে নিয়ে কিছুই আর ভাবি না। মাঝে মধ্যে এমন মনে হয় না যে একটা জীবনসঙ্গী থাকতে পারে।

 

অভিনেত্রী বলেন, অনেস্টলি বলছি, আমার মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাইনি। এমনটা যে তার দেখা পেয়েছি, সেটাও না। আগেও না, এখনও না।

 

বাঁধন আরও বলেন, আমার মা-বাবা কিন্তু বিয়ে নিয়ে কোনোদিনই কিছু বলেন না। তারা এগুলো আমার ওপর ছেড়ে দিয়েছেন।

 

যদি মনের মতো জীবনসঙ্গী পাই, মনে হয় পথচলাটা একসঙ্গে চলতে পারি, এমন ছেলে পেলে তাহলে হয়তো সিদ্ধান্ত নিতে পারি, বলেন বাঁধন।

 

আমি এখনও নট শিওর ভবিষ্যতে কী হবে। তবে মনের মতো জীবনসঙ্গী খুঁজছি, মনের কথা জানান অভিনেত্রী।

 

বিবাহ বিচ্ছেদের পর এক মেয়েকে নিয়ে একাই থাকেন অভিনেত্রী। মেয়ের সঙ্গে সিঙ্গল মাদার বাঁধনের বন্ডিংও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link