Baba Vanga`s Predictions: বিশ্ব থেকে মুছে যাবে মুসলিম? মানুষ অমর হবে? ভগবানের দেখাও মিলবে? বাবা ভাঙ্গার বিচিত্র ভবিষ্যদ্বাণী...

Soumitra Sen Tue, 31 Dec 2024-1:38 pm,

বাবা ভাঙ্গা বলছেন, ২২০১ সালে সূর্য ঠান্ডা হয়ে যাবে, সূর্য নিভেও যাবে হয়তো। আর এর জেরে ম্যাসিভ ক্লাইমেট চেঞ্জ দেখা দেবে। 

২২৬২ সালে মঙ্গল হয়তো কোনও অ্যাস্টেরয়েডের ধাক্কায় ধ্বংস হয়ে যাবে। ৩০১০ সাল নাগাদ চাঁদের সঙ্গে কোনও গ্রহাণুর ধাক্কা লাগবে, আর বিপুল ধুলোর মেঘে ভরে উঠবে মহাকাশ। ৩৭৯৭ সাল নাগাদ মানুষ সূর্যে গিয়ে উপনিবেশ গড়বে।

২২৯৯ সালে ঘটবে ভয়ংকর এক কাণ্ড। ওই বছর গোটা ইসলামবিশ্বের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করবে ফ্রান্স। সেই গেরিলা যুদ্ধে পৃথিবী থেকে মুছে যাবে মুসলিমেরা?

২৩৫৪ সালে বিশ্বে জলসংকট হবে, এর দুদশক পরে ২৩৭১ সালে হবে ভয়ংকর এক খরা। তার জেরে হবে দুর্ভিক্ষ। বহু মানুষ না খেতে পেয়ে মারা যাবেন। সে যেন এক অভিশপ্ত সময় আসছে!

৪৫০৯ সালের যে ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গা করে গিয়েছেন, তা অসম্ভব এক ব্য়াপার বলে মনে করছেন মানুষ। কেননা তিনি বলেছেন, এই সাল নাগাদই মানুষ ঈশ্বরের সঙ্গেও কমিউনিকেট করে ফেলতে পারবে! পারবে, কেননা, মানুষের নৈতিক মানোন্নয়ন ঘটবে।

আছে আরও এক বিস্ময়কর পূর্বাভাস। ৪৫৯৯ সাল নাগাদ অমরত্বটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে। মানে, মানুষ অমর হয়ে যাবে! ভাবা যায়!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link