Baba Vanga’s 2025 Zodiac Signs Predictions: কোন রাশির জাতকেরা ২০২৫ সালে টাকার পাহাড়ে বসে থাকবেন? দেখে নিন, স্বয়ং বাবা ভাঙ্গা কী বলেছেন...

Soumitra Sen Thu, 12 Dec 2024-2:54 pm,

২০২৪ সাল নিয়েও বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী প্রায় অক্ষরে-অক্ষরে ফলে গিয়েছে! তাহলে ২০২৫ সালেও তো তা ঘটবে? তা হলে দেখে নিন ২০২৫-এর রাশিফল নিয়ে কী অত্যাশ্চর্য ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন 'বলকানের নস্ট্রাদামুস' বাবা ভাঙ্গা! কী বলে গিয়েছেন তিনি বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের বিষয়ে?

আসন্ন ২০২৫-য়ে মেষ রাশির অর্থভাগ্য একেবারে তুঙ্গে থাকবে। তবে এঁদের একটু সতর্ক থাকতে হবে। এ বছরে মেষের হাতে টাকা আসবে, তবে বাবা ভাঙ্গা বলছেন, এঁদের একটু বুঝে-শুনে চলতে হবে।

বৃষ রাশির জাতকদের জন্য ২০২৫ সাল খুবই সৌভাগ্যপূর্ণ হতে চলেছে। বছর জুড়ে নানা ভাবে এঁদের আর্থিক প্রাপ্তি ঘটবে। 

কেমন যাবে ২০২৫ সাল মিথুনের? কী বলেছেন বাবা ভাঙ্গা? বাবা ভাঙ্গা বলছেন মিথুনেরও অর্থভাগ্য এ সময়ে তুঙ্গে থাকবে, তবে এঁদের একটু বুঝেশুনে খরচ করতে হবে। 

আসন্ন নতুন বছর, ২০২৫ সাল কর্কট রাশির জাতকদের পক্ষেও দারুণ মঙ্গলজনক একটি বছর হতে চলেছে। আগামীর আর্থিক পরিকল্পনা তৈরির সময় এঁদের মাথা ঠান্ডা রেখে বিচার-বিবেচনা প্রয়োগ করতে বলেছেন বাবা ভাঙ্গা। অর্থক্ষেত্রে সুফল পেতে গেলে একটু কৌশলী হতে হবে। 

কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও সময়টা খুব ভালো যাবে বলে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা। তিনি বলেছেন, এই ২০২৫ সালে কুম্ভ রাশির জাতকদের একটু খোঁজ-খবর নিয়ে তবে বিনিয়োগ করতে হবে! এই সময়ে তাঁদের কিছু সম্পত্তিলাভ ঘটবে, তবে তাঁদের তা দীর্ঘদিনের জন্য রক্ষণাবেক্ষণ করতে হবে। এঁদের দ্রুত আর্থিক উন্নতির যোগও আছে। 

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link