আবার অধিনায়ক বদল পাকিস্তান টেস্ট দলে, আজহারের পরিবর্তে নতুন নেতা বাবর
পাকিস্তানের টেস্ট দলে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আজহার আলী। তাঁর পরিবর্তে বাবর আজমকে পাকিস্তান টেস্ট দলের নতুন নেতা হিসেবে ঘোষণা করেছে পিসিবি।
পাকিস্তানের ওয়ান ডে, টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট দলের নেতৃত্ব এখন বাবর আজমের কাঁধে। অর্থাৎ ক্রিকেটের তিন ফরম্যাটেই পাকিস্তানের নেতৃত্বে বাবর।
২০১৯ সালের অক্টোবরে সরফরাজ আহমেদকে সরিয়ে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক করা হয় আজহার আলীকে। আজাহারের নেতৃত্বে আটটি টেস্ট খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে পাকিস্তান।
আজহার আলীকে টেস্ট অধিনায়কত্ব দেওয়ার সময় সরফরাজের বদলে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান বাবর। এরপর ওয়ান ডে দলের দায়িত্ব পান বাবরই। এবার পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে ব্যাটন এখন বাবর আজমের কাঁধে।
নিউ জিল্যান্ড সফরে টেস্ট অধিনায়ক বাবরের অভিষেক হতে পারে । ২৬ ডিসেম্বর থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলার কথা পাকিস্তানের।