Baby Factory,সন্তানহীন দম্পতির কাছে বাচ্চা বিক্রি ৪০ থেকে ৬১ লাখ টাকায়, জানুন বিশদে
নিজস্ব প্রতিবেদন: যে সমস্ত দম্পতির কাছে সন্তান নেই তাদের হাতে বাচ্চা তুলে দেয় baby factory। শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্যি। ইউক্রেনের ঘটনা। সেখানে সারোগেসি ইন্ডাস্ট্রি একটা বড় ব্যবসার পথ হয়ে দাঁড়িয়েছে।
ইউক্রেনের বেশ কিছু জায়গা আছে যারা সারা বিশ্বে বাণিজ্যিকভাবে সারোগেসি মাধ্যমে সন্তানহীন বাবা মার হাতে বাচ্চা তুলে দেয়। ইউক্রেনে কমার্শিয়াল সারোগেসি অনুমোদন প্রাপ্ত।
বিশেষজ্ঞদের কথায় ইউক্রেন প্রত্যেক বছর সারোগেসি মাধ্যমে আড়াই থেকে তিন হাজার শিশু জন্ম দেয়। প্রত্যেক সন্তানকে তারা সারা বিশ্বের সন্তানহীন বাবা মার হাতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তুলে দেয়।
AFP রিপোর্ট মোতাবেক অধিকাংশ ক্ষেত্রেই তাদের ক্রেতা হয় চাইনিজরা। ভারত এবং থাইল্যান্ডের সারোগেসি নিষিদ্ধ হওয়ার পর বিশ্ববাজারে ইউক্রেন এখন বড় খেলোয়াড়। এই ব্যবসা থেকে প্রায় ৫ বিলিয়ন ইউরো রোজগার ইউক্রেনের।
জানা গেছে প্রায় ৪০ থেকে ৬১ লাখ টাকার মধ্যে রফা হয় ব্যবসার। সন্তানহীন বাবা-মায়ের হাতে নির্দিষ্ট সময় তুলে দেওয়া হয় শিশু।
হেটারোসেক্সুয়াল দম্পতিদের মধ্যে সাধারণত এই সমস্যা দেখা যায়। তাঁরা যে বাবা-মা হতে পারেননি তার প্রয়োজনীয় নথি জমা করতে হয় সারোগেসির সংস্থার কাছে।
ব্রিটিশ দম্পতি বিয়ানকা এবং ভিনি স্মিথ তাঁরা জানতে পারেন, ইউক্রেনে সবচেয়ে বড় সারোগেসি কোম্পানি রয়েছে। ফেসবুক মারফত তাঁদের সঙ্গে যোগাযোগ করলে সংস্থা থেকে ওই দম্পতিকে জানানো হয়, 'Take home baby guarantee' ।
কিন্তু সেই সংস্থা ঘুরে দেখে চক্ষু ছানাবড়া ওই ব্রিটিশ দম্পতির। যাঁরা সন্তানের জন্ম দেবেন, বা দিয়ে থাকেন, তাঁদের খুবই বাজে ভাবে বদ্ধ ঘরে 'গবাদি পশুর' মত শীতাতপ নিয়ন্ত্রণহীন ঘরে প্রসূতি ওয়ার্ডে রাখা হয়েছে।
প্রসঙ্গত, বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে সারোগেসি পদ্ধতিতে সারোগেট মায়ের উপর দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক প্রভাব পড়তে থাকে।