পুলিস বলে ছাড় নেই! জামিন পেতে ফ্লয়েডের খুনিকে যে পরিমাণ অর্থ দিতে হবে শুনলে হা হবেন
৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের গলায় হাঁটু রেখে শ্বাস রোধ করে মেরেছিলেন তিনি। সেই ঘটনার ভিডিয়ো ও ছবি সারা বিশ্ব দেখেছে। ক্ষোভ ও ঘৃণা উগরে দিয়েছে মানুষ তাঁর প্রতি। আর এবার আমেরিকার অভিযুক্ত পুলিস অফিসার ডেরেক চাওভিনের জামিনের সব রাস্তা কায়দা করে বন্ধ করে দিলেন বিচারক।
ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে হওয়া শুনানিতে হেনেপিন কাউন্টির বিচারক জেনিস রেডিং জানান, নিঃশর্ত জামিন চাইলে চাওভিনকে দিতে হবে ১২ লাখ ৫০ হাজার ডলার। আর শর্তসাপেক্ষে জামিন চাইলে ১০ লাখ ডলার পরিশোধ করতে হবে। অর্থাত্ প্রায় দশ কোটি টাকা। জামিনের অর্থ শুনে চাওভিনের আইনজীবীও আর কোনও কথা বলেননি।
১৯ বছরের বেশি সময় ধরে পুলিসে চাকরি করেন চাওভিন। এদিন ১৫ মিনিটের শুনানিতে তিনি কোনও কথাই বলেননি। কমলা রঙের জাম্পশুট পরে চুপ করে বসে ছিলেন তিনি। জামিনের অর্থ শুনে কোনও প্রতিক্রিয়াও দেননি।
মিনেসোটার ওক পার্ক হাইটসের কারাগারে রয়েছেন চাওভিন। ২৯ জুন তাঁকে আবার আদালতে হাজির করা হবে। ২৫ মে মিনিয়াপোলিসে পুলিসি হেফাজতে থাকা জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হয়েছেন আররও দুই পুলিস অফিসার।
ভাইরাল হওয়া ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, কয়েক মিনিট ধরে ফ্লয়েডের গলায় হাঁটু দিয়ে চেপে রেখেছিলেন চাওভিন। ফ্লয়েড একটা সময় জানিয়েছিলেন যে তিনি শ্বাস নিতে পারছেন না। তবুও চাওভিন তাঁকে মুক্ত করেননি। এর পরই মারা যান ফ্লয়েড।