এবার ১২৫ সিসি! এক লাখের কম দামে নিয়ন অবতারে এল Bajaj Pulsar
১২৫ সিসির পালসার লঞ্চ করল বাজাজ। নতুন এই মডেল অনেকটাই পালসার ১৫০ সিসির মতোই দেখতে। সম্প্রতি পালসার ১৫০ নিয়ন লঞ্চ করেছে। এবার প্রায় একই রকম দেখতে পালসার ১২৫ এল বাজারে।
আপাতত দুটি রঙে পাওয়া যাবে পালসার ১২৫। ড্রাম ব্রেক ভ্যারিয়েন্ট-এ এর দাম পড়বে ৬৪ হাজার টাকা (এক্স-শোরুম)। ৬৬,৬১৮ হাজার টাকা (এক্স শোরুম, দিল্লি) দাম পড়বে ফ্রন্ট ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্ট-এ।
সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, পালসার-এর এই নতুন মডেল ১২৫ সিসির কমিউটার বাইক সেগমেন্ট-এ নতুন আকর্ষণ হয়ে উঠবে। পারফরম্যান্স ও স্টাইল-এর ক্ষেত্রে এই বাইক ক্রেতাদের আকর্ষণ করবে। সাধ্যের মধ্যে সাধপূরণ হতে পারে মধ্যবিত্ত ক্রেতাদের।
১২৫ সিসি ডিটিএসআই ইঞ্জিন থাকবে এই মডেলে। ১১.৮ বিএইচপি। ফাইভ স্পিড গিয়ার বক্স থাকবে। পালসার ১২৫-এর ওজন ১৪০ কেজি।
গত কয়েক বছরে মোটরসাইকেলের দাম বেড়েছে রেকর্ড হারে। বাজাজ-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, পালসার ১২৫ মধ্যবিত্ত ক্রেতার কথা মাথায় রেখে লঞ্চ করানো হয়েছে।